| রবিবার, ২৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
২০১৫ সালে দায়ের করা হরতালে নাশকতার এক মামলায় বিএনপির ২৯ নেতা কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের জানুয়ারি মাসে ২০ দলের হরতাল-অবরোধ চলাকালে বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর মোহাম্মদপুর থানায় বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাইফুল আলম নিরবের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত নামা আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে।
মামলার তদন্ত শেষে আজ মোট ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়। অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
Posted ০৮:৪৭ | রবিবার, ২৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain