
| শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
অনুষ্ঠান শুরু হতে দেরি হয়েছিল ঠিক বারো মিনিট। আর তাতেই সময়ের অপচয় নিয়ে আমলাদের উপরে ক্ষোভে ফেটে পড়েন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কেন এই বিলম্ব তা খতিয়ে দেখতে আমলাদের আত্মসমীক্ষা করার নির্দেশও দেন তিনি।
আমলা দিবসে দিল্লিতে একটি আলোচনা সভার আয়োজন করেছিল কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রণালয়। এর উদ্বোধন করেন রাজনাথ। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সকাল পৌনে দশটায়। পাঁচ মিনিট আগেই বিজ্ঞান ভবনে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে অনুষ্ঠান শুরু হয় ১২ মিনিট বিলম্বে।
রাজনাথ যে বিষয়টি লক্ষ্য করছেন তা সম্ভবত আঁচ করতে পারেননি আমলারা। প্রাথমিক সম্ভাষণ শেষেই স্বরাষ্ট্রমন্ত্রী চলে আসেন বিলম্ব প্রসঙ্গে। তিনি বলেন, ‘আমি পৌঁছেছি নয়টা ৪০ মিনিটে, কিন্তু অনুষ্ঠান শুরু হল নয়টা ৫৭ মিনিটে। কেন? আত্মসমীক্ষা করে দেখা উচিত আমাদের। দেখতে হবে, আমাদের দায়বদ্ধতা কোনও ভাবে কমে আসেনি তো।’
মন্ত্রীর মুখে এমন ক্ষোভের উদগীরণে হকচকিয়ে যান আমলারা।
Posted ০৭:১০ | শুক্রবার, ২১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain