
| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
শহীদদের মাটি কোন দিন অন্যায় অত্যাচার মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন। আজ বৃহস্পরিতবার ৮১’ পা রাখলেন বিশিষ্ট এই আইনজীবি। আর তার দল গণফেরারামের উদ্যোগে বেইলী রোডস্থ বাসভবনের সামনে এক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ড. কামাল হোসেন দুর্নীতিবাজদের সর্তক করে দিয়ে বলেন,’বাবা তোমরা যারা দুর্নীতি করছ, শুনে রাখ বাংলাদেশের মাটি এটা সহ্য করবে না। দেখ তোমাদের পুর্ব পুরুষদের কি হয়েছে? রাগব বোয়াল যারা দুর্নীতি করেছে তারা কি ভালোআছে? তাদের কি পরিনতি হয়েছে? তিনি সব্বাইকে আশ্বস্থ করে বলেন, অবশ্যই আমরা এদেশকে দুর্নীতিমুক্ত করতে পারব। সন্ত্রাসমুক্ত করতে পারব।
তিনি বলেন, শহীদরা লুটপাটকারীদের রক্ষার জন্য শহীদ হননি। পাচারকারীদের বাঁচাতে রক্ত দেননি। জনগণকে এটা বোঝাতে হবে দেশের গুনগত পরিবর্তনের জন্য শহীদ জীবন দিয়েছেন। জনগণ যারা আয় করছে তা দিয়ে এদেশের মানুষ সুখেই থাকবে,হাসপাতালে ভালো চিকিৎসাও পাবে তারা। সভ্য রাষ্ট্র করতে যা লাগবে তার ঘাটতি হবে না।
তিনি আরও বলেন, নিরাশ হবার কোন কারণ নেই। দেশে ঘুষ দনীর্তি প্রাতিষ্টানিক রুপ নিতে দেয়া হবে না। অত্যাচার নির্যাতনমুক্ত বাংলাদেশ অবশ্যই আমরা গরবই। তিনি উপস্থিত তরুণ নেতাদের বলেন আমরা যতদিন বেচে থাকব আপোষহীন সংগ্রাম চালিয়ে যাব।
Posted ১২:৩৫ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain