
| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তার নিউমোনিয়া দেখা দিয়েছে। বুকে সংক্রমণও দেখা দিয়েছে। গত শনিবার থেকে শারীরিক অসু্স্থতা নিয়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি আছেন।
এরশাদের ছোট ভাই এবং জাতীয় পার্টির
কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, উনি (এরশাদ) হাসপাতালে ভর্তি আছেন। ডাক্তাররা তাকে দেখছেন। অবস্থা তেমন সংকটাপন্ন নয়।
জাতীয় পার্টির সূত্র জানায়, এরশাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। কয়েক মাস আগে সিঙ্গাপুরের ডাক্তাররা তাকে হৃদযন্ত্রে ভাল্ব বসাতে বলেছিলেন। কিন্তু ৮৬ বছর বয়সী এরশাদ আর ভাল্ব বসাননি।
এরশাদকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে বলে জানা গেছে। তার নিউমোনিয়ার সমস্যা এবং বুকের সংক্রমণ পুরোপুরি না সারা পর্যন্ত চিকিৎসকরা তাকে হাসপাতাল থাকার পরামর্শ দিয়েছেন।
Posted ১০:৩৯ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain