
| বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ভুটানে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় মন্ত্রিপরিষদ সদস্যসহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান।
এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ড্রুক এয়ারের কেবি-৩০২ ভিভিআইপি ফ্লাইটে ঢাকার উদ্দেশে ভুটানের পারো আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী।
ভুটান সফরকালে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, রানী জেটসান পেমা ওয়াংচুক ও প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি শেখ হাসিনা আর্ন্তজাতিক অটিজম সম্মেলনে অংশ নেন। দ্বৈত কর প্রত্যাহার, পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি, বাংলাদেশের নৌপথ ভুটানকে ব্যবহার
করতে দেওয়া ও সংস্কৃতি বিনিময় এবং ভুটানে বাংলাদেশের দূতাবাস ভবন নির্মাণে ভূমি বিষয়ে একটিসহ মোট ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করে দুই দেশ।
এর আগে গত মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভুটান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
Posted ০৭:২২ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain