
| মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বাংলাদেশ কৃষক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল বুধবার। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮টায় ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন কৃষক লীগের নেতারা।
কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির পিতা ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে কৃষকদের সংগঠিত করা, তাদের দাবি আদায় এবং দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে কৃষক লীগ।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষক লীগের পক্ষ থেকে ‘কৃষকের কণ্ঠ’ নামে একটি ম্যাগাজিন বের করা হয়েছে। ম্যাগাজিনটি সম্পাদনা করেছেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাকোওয়াত হোসেন সুইট।
Posted ১০:৫০ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain