
| মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
সাভারের বিকেএসপিতে প্রচণ্ড খরতাপের মধ্যেও ব্যাটিং তাণ্ডব চালালেন মোহামেডান ওপেনার তামিম ইকবাল। কলাবাগানের বোলিং তছনছ করে ১২৫ বলে তুললেন ১৫৭ রান।১৮ চার ও ৭টি বিশাল ছক্কা ছিল তাতে।
তামিমের বিস্ফোরক দিনে রান পেলেন নিষেধাজ্ঞা কাটিয়ে প্রথমবার ঢাকা লিগে খেলতে নামা মোহাম্মদ আশরাফুল।
গত বছরের জুলাইয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও তেমন রান করতেন পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে জাতীয় লিগে তার সর্বোচ্চ রান ছিল ৩৯। ঢাকা লিগে কলাবাগোনের হয়ে গত ম্যাচে করেন ৬।
মঙ্গলবার আশরাফুলের ব্যাট হাসলো কিছুটা। মোহামেডানের বিপক্ষে ৮টি চারের সাহায্যে ৪৯ বলে ৪৬ রান করেছেন সাবেক এ অধিনায়ক।
এ ম্যাচে পথমে ব্যাট করে তামিমের অবিশ্বাস্য ব্যাটিংয়ের সুবাদে ৯ উইকেটে ৩০৯ রান তুলে মোহামেডান।
Posted ০৯:৫৯ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain