
| মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বিনোদন প্রতিবেদনঃ সব চেয়ে দ্রুত তম সময়ে ক্ষুদে কন্ঠশিল্পী আপনের মাশরাফি গানটি ৬ লক্ষ ভিউয়ার অতিক্রম করলো।এই প্রথম কোন ক্ষুদেশিল্পীর গান এত দ্রুত প্রসার পেল।
গানটির মাধ্যমে ১৬ কোটির প্রাণ মাশরাফি কে ফিরে আসার অনুরোধ করা হয়েছে।
গানটি লিখেছেন ও সুর করেছেন প্রীতম।
ক্ষুদে শিল্পী আপন বলেন,”আমি বিশ্বাসই করতে পারছি না যে,আমার গাওয়া গানটি শ্রোতারা এত পছন্দ করবে।দর্শকদের ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসার জন্য”।
তিনি আরো বলেন,’‘মাশরাফি আমার প্রিয় খেলোয়ার। সেজন্যই তাকে নিয়ে গান করার কথা প্রথমে বাবাকে বলেছিলাম । এরপর বাবা গানটি করার ব্যবস্থা করে দেন। ইচ্ছে আছে মাশরাফির সঙ্গে এ গানটি নিয়ে মিউজিক ভিডিও করার। এজন্যই একটু দেরি করে মুক্তি দেয়া।’
জনপ্রিয় গানটির লিংক
https://www.youtube.com/watch?v=UludOzF_LeU&feature=youtu.be
Posted ০৯:২০ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain