
| শনিবার, ১৫ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
লক্ষ্মীপুরে বাসর রাতে পানিতে ডুবে আমির হোসেন হেজু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদের তেরোবেকী এলাকার রহমতখালী খালে ডুবে তার মৃত্যু হয়।
নিহত আমির ওই এলাকার আবদুল মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে উপজেলার টুমচর গ্রামে তার বিয়ে হয়।
আমির হোসেনের চাচাতো ভাই শফিকুল ইসলাম জানান, তার ভায়ের মৃগী রোগ ছিল। রাতে বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে সে পানিতে ডুবে নিখোঁজ হয়। রাতে অনেক খোঁজাখুজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে মরদেহটি ভাসতে দেখলে পরিবারের লোকজনসহ স্থানীয়রা উদ্ধার করে।
Posted ০৮:১৫ | শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain