
| শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বাংলা নববর্ষ উপলক্ষে তেমন কোনো আয়োজন নেই বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের।
শুক্রবার কোথাও তিনি বের হননি। সকাল থেকে রাজধানী গুলশানের বাসায় আছেন। দিনভর তেমন কোনো কর্মসূচিও নেই।
বাংলা নববর্ষ উপলক্ষে স্বামী এরশাদের বিশেষ আয়োজন থাকলেও রওশনের আয়োজনে নেই ইলিশ-পোলাও কিংবা পান্তা-ইলিশ তেমন কিছুই। নববর্ষ উপলক্ষে নেই শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও। বরং তার ময়মনসিংহ নির্বাচনী এলাকায় বিরোধী নেতার পক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তারই রাজনৈতিক সচিব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি।
ফখরুল ইমাম বলেন, ‘ম্যাডাম আজ কোথাও যাবেন না। তার বাসায় তেমন কোনো আয়োজনও নেই। তার পক্ষ থেকে নির্বাচনী এলাকার সর্বস্তরের লোকজনকে শুভেচ্ছা জানাতে আমি ময়মনসিংহে অবস্থান করছি।’
তিনি আরো বলেন, ‘বাংলা নববর্ষ উপলক্ষে বিরোধী নেতা দেশবাসী ও দেশের বাইরে সকল বাঙালিদের শুভেচ্ছা জানিয়েছেন। বিরোধী নেতা প্রত্যাশা করেন দেশের সকল মানুষ হ্বিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হবে এবং কাঙ্ক্ষিত উদীয়মান অর্থনৈতিক সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’
এর আগে বিরোধী নেতা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান।
Posted ১০:৫২ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain