
| শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
স্বাগত বাংলা নববর্ষ ১৪২৪। পান্তা-ইলিশ ছাড়া নববর্ষ পালন হয় কি করে। ব্যতিক্রম নন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদও। পান্তা-ইলিশ না, আনন্দ উৎসবের এই দিনে তার ঘরোয়া আয়োজনে রয়েছে ইলিশ-পোলাও।
জীবনের শেষ বয়সে এসেও বাংলা নববর্ষ উদযাপনে এতটুক ভাটা পড়েনি। তার উৎসাহ-উদ্দিপনা বরাবরই আগের মতো।
বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে সাবেক এই রাষ্ট্রপতি ঘরোয়া আয়োজন করেছেন। আয়োজনে রাখা হয়েছে হরেক রকমের মিষ্টি, আর দুপুরের খাবারে ইলিশ, পোলাও এবং বিভিন্ন রকমের ভর্তা, ভাজি।
জানা গেছে, বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান শুক্রবার তেমন কোথাও বের হবেন না। সকাল থেকে নিজ বাসায় দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মী, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
সকালে পার্টির চেয়ারম্যানের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়সহ বিভিন্নস্তরের নেতারা।
সাবেক রাষ্ট্রপতির প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় রাইজিংবিডিকে জানান, বাংলা নববর্ষে পার্টির চেয়ারম্যানের বাইরে কোনো কর্মসূচি নেই। একান্তই ঘরোয়া আয়োজনে তিনি বন্ধু-বান্ধব, দলের নেতাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভ নববর্ষ উপলক্ষে দেশবাসীকে এরশাদ শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বাংলা নববর্ষ ১৪২৪, দেশ ও জাতির জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
সাবেক রাষ্ট্রপতি বলেন, ১৪২৩ সালের তিক্ত অভিজ্ঞতা মুছে ফেলে আমরা এগিয়ে যেতে চাই। বিপন্ন দেশ ও জাতিকে রক্ষা করার মধ্য দিয়ে আগামী বছরের সময়টুকু স্মরণীয় করে রাখতে চাই। চাই সবার জন্য সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ।
Posted ১০:৪৬ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain