
| শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
পহেলা বৈশাখ ১৪২৪ উপলক্ষে ঢাকাসহ দেশের ৫টি প্রধান শহরে বাংলাদেশের সবচেয়ে বড় আলপনা উৎসব ‘বাংলালিংক আলপনায় বাংলাদেশ পাওয়ার্ড বাই বার্জার পেইন্টস’ শুরু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টা রাজধানীর মানিক মিয়া এভিনিউতেই শুরু হয় এই আলপনা অঙ্কন। যৌথভাবে এই উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাস্তার দু’পাশে প্রায় দেড় কিলোমিটার রাস্তায় এ আলপনা করা হবে। সেখানে তিন শতাধিক চিত্রশিল্পী এ আলপনা আঁকার কাজ করছেন। পাশাপাশি এ আয়োজনে থাকছে বাঙালি খাবারের ফুড কর্নার, ফটো বুথ, ফেস পেইন্টিং গানের অনুষ্ঠনাসহ নানা আয়োজন।
দেশে এই প্রথমবারের মতো বাংলা নববর্ষের প্রথম প্রহরে ঢাকাসহ দেশের ৫টি প্রধান শহর ঐতিহ্যবাহী আলপনার রঙে রঙিন হয়ে উঠবে। এর মধ্যে ঢাকার মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামের ডিসি হিল এলাকা, রাজশাহীর পদ্মা নদীর পার, খুলনার শিববাড়ি সার্কেল, বরিশালের বঙ্গবন্ধু পার্ক রোড এবং ময়মনসিংহের টাউন হল সার্কেলে আলপনা উৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, যেকোনো উৎসব, পার্বণে আলপনা আঁকা তো রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। নববর্ষের আগমনে আমরা একে অন্যের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। ঢাকার বাইরের অন্যান্য শহরের মানুষগুলো এরকম একটি দারুণ উৎসব উপহার দিতে আমরা এবার দেশের ৫টি প্রধান শহরকে ‘আলপনায় বাংলাদেশ’-এর আয়োজনে অন্তর্ভুক্ত করেছি। আমরা বিশ্বাস করি, আমাদের এই প্রচেষ্টা বাংলা নববর্ষ ১৪২৪ উদযাপনকে আরও এগিয়ে নিয়ে যাবে।জাগো নিউজ
Posted ০৮:২৩ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain