
| শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি শুভেচ্ছা জানান।
টুইট বার্তায় খালেদা লিখেন, ‘বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ।’
নববর্ষ উপলক্ষে বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চি করেছেন।
শায়রুল কবির জানান, বৈশাখের আয়োজনে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সাংস্কৃতিক আয়োজনে প্রতিবছরের মতো এবারও অংশ নেবেন খালেদা জিয়া।
বেলা দুইটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাসাস আয়োজিত শোভাযাত্রা বের হয়ে প্রেসক্লাব হয়ে নয়াপল্টন আসার পর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেখানে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করবে বলে জাসাসের পক্ষ থেকে বলা হয়েছে।
Posted ০৭:০৭ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain