
| শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বাংলা নববর্ষে দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সরকারি বাসভবন গণভবনে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্য, দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
প্রতিবছর বৈশাখের প্রথম দিন পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলেও এবার শোভাযাত্রা করছে না দলটি।
জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে এই কর্মসূচি বাতিল করে ঘরোয়াভাবে নববর্ষ পালনের সিদ্ধান্ত নেয় দলটি। দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোভাযাত্রা না করার কথা জানালে দলটি এই কর্মসূচি পালন থেকে বিরত থাকে।
Posted ০৬:৫৪ | শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain