
| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। একইসঙ্গে তিনি প্রবাসীদেরও শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, পয়লা বৈশাখ বাঙালির জন্য সার্বজনীন আনন্দ-উৎসব। এতে জাতি ধর্ম, বর্ণ, ছোট বড় শিশু, নারী সবাই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। এ যেনো বাঙালির মমত্ববোধের বন্ধনসেতু।
তিনি বলেন, যা কিছু জীর্ণ-পুরানো, অশুভ ও অসুন্দর তা পেছনে ফেলে, নতুনের কেতন উড়িয়ে শুরু হচ্ছে আরো একটি নতুন বছর ১৪২৪ বঙ্গাব্দ। আসুন! দেশের সকল মানুষ হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে দেশ মাতৃকার সেবায় নিয়োজিত হই। অর্থনৈতিক সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।
Posted ১১:০৩ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain