| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বাংলা ১৪২৪ সালের বৈশাখের পূর্বের ন্যায় চমক নিয়ে আসছে পরিচালক রানা বর্তমান সঙ্গীতা মিউজিক এর ব্যানারে । নির্মাতা রানা বর্তমানের পরিচালিত ক্লোজ আপ ওয়ান স্টার কিশোর দাস এর খুবই প্রিয় এলবাম , যদি তোমাকে না পাই , এর টাইটেল সঙ্গীতের উপরে নির্মান করেছেন চমৎকার মিউজিক্যাল ফিল্ম। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন প্রজেন্মের জনপ্রিয় চিত্র নায়ক আশিক চৌধুরী ,মারিয়া মিম , বাদল , আকাশ নিল , সুমন ও নবাগত চিত্র নায়ক তারেক আজিজ সহ আরও অনেকেই । এই ফিল্মটি ১লা বৈশাখে সঙ্গীতার অফিসিয়াল ব্যানার ও youtube চ্যানেলে রিলিজ করবে। অাশিক চৌধুরী বলেন রানা বর্তমান ভাইয়ের সঙ্গে কাজ করে অামি ভিষন খুশি । তার পরিচালনাশৈলীতে অামি মুগ্দ্ধ অামি বিশ্বাস করি কাজটি ভাললাগবে সবার । পরিচালক রানা বর্তমান বলেন অাশিক চৌধুরী একজন ভদ্র অার বেশ শক্তিশালী অভিনেতা তার কর্মদক্ষতায় অামি অাপ্লুত তাই তাকে নিয়ে অনেকটা পথ পারি দিব বলে স্বপ্ন বুনছি ।
কিশোর দাস তার গায়কিতে মন জয় করেছে বাংলাকে তদ্রুপ অাজও এ সঙ্গীতটা সবাই গ্রহন করবে বলে অাশা করি । ধন্যবাদ
Posted ১০:৩৪ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain