
| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
১৪ এপ্রিল পহেলা বৈশাখ। দিনটিকে ঘিরে প্রতিবছরই বাঙালির মধ্যেই এক অন্যরকম উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবার মধ্যেই বাঙালি ঐতিহ্যের ভাব প্রকাশ পায়। এদিন ভোর থেকেই আনন্দ-উৎসবে মেতে উঠবে রাজধানী ঢাকাসহ সারাদেশ।
এদিন সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোর মতো বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয় বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধা ৭ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে সংসদ সদস্যসহ স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থাকবেন।
জাতীয় সংসদের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সংসদ সচিবালয়ে নানা রঙের আলোকসজ্জা থাকবে। রাত ৯ টায় মানিক মিয়া এভিনিউ রাঙানো হবে আলপনা দিয়ে।
বৈশাখের দিন সকাল থেকে সংসদ সচিবালয়ে নানা আয়োজন থাকছে। দিনটি উপলক্ষে সচিবালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ খাওয়ার আয়োজন করা হবে।
এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন ভবনে আলোকসজ্জা থাকছে। বৈশাখ উপলক্ষে বৃহস্পতিবার ইসিতে কোন প্রোগ্রাম না থাকলেও শুক্রবার সকাল থেকে বিভিন্ন আয়োজন থাকছে।
নির্বাচন কমিশনের গণসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, সকাল থেকে ইসিতে বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে ইসির কনফারেন্স রুমে। এসময় প্রধান নির্বাচন কমিশনারসহ বাকি ৫ কমিশনার উপস্থিত থাকবেন।
পয়লা বৈশাখ উদযাপনে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে পরো ঢাকায়। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, চারুকলা-সোহরাওয়ার্দী-রমনা পার্ক এলাকায় ফুল দিয়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানানো হবে। তাদের দেওয়া হবে বাতাসা-মুড়ি। এছাড়া রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবে পুলিশ সদস্যরা।
Posted ০৯:৫২ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain