
| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
পহেলা বৈশাখ উপলক্ষে আলপনা আঁকা, শোভাযাত্রা, পিঠা-পায়েস খাওয়া আবহমান বাংলার ঐতিহ্যের অংশ। যারা এগুলো নিয়ে প্রশ্ন তোলেন তারা ধর্মের সঠিক ব্যাখ্যা জানেন না।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার আয়োজন করেছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)।
ড. হাছান বলেন, যারা পহেলা বৈশাখ নিয়ে প্রশ্ন তোলেন তারা আমাদের দেশের সংস্কৃতিকে মানেন না। আমাদের সংস্কৃতি ও জীবনাচারের অংশ হিসেবে আমরা এটা পালন করব।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও যোগ্যতা আছে বলেই আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করে সমুদ্র জয় করেছেন। ছিটমহলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করেছেন।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ভারতের প্রধানমন্ত্রী ওয়াদা করেছেন, তাদের মেয়াদকালে তিস্তা চু্ক্তি সম্পন্ন করা হবে।
তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তিস্তা চুক্তির মধ্যে সীমাবব্ধ নয়, তাদের সঙ্গে বন্ধুত্ব আরও বিস্তৃত হবে।
ড. হাছান মাহমুদ বলেন, সামরিক খাতে ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়নি, সমঝোতা স্বাক্ষর হয়েছে। বেগম খালেদা জিয়া এটি বুঝতে ব্যর্থ হয়েছেন। তিনি সমঝোতা স্মারককে চুক্তি বলে জনগণকে বিভ্রান্ত করছেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।
Posted ০৯:৪৬ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain