| বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা বদলি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে এই আবেদন করা হয়। আবেদনটি মঞ্জুর করে এই বিষয়ে হাইকোর্টের আদেশ আনার জন্য বিচারক ১৮ মে নতুন তারিখ ধার্য করেন।
শুনানিতে খালেদা জিয়ার পক্ষে অংশ নেন জমির উদ্দিন সরকার। তিনি বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে উচ্চ আদালতে যাওয়ার কথা বলেন।
খালেদা জিয়ার আইনজীবী বিচারককে বলেন, যেহেতু একটি মামলা বদলি হয়েছে, তাই আমরা ভেবেছিলাম আপনি নিজে থেকে মামলা বদলি করবেন।
তখন বিচারক বলেন, ‘আমি সব মামলার বিচারকাজ করছি। আমি বিব্রত নই। বিচারকাজ চলছে, চলবে। আপনারা মামলা বদলি করতে চাইলে উচ্চ আদালতে আবেদন করতে পারেন। মামলা বদলি করার কোনো এখতিয়ার আমার নাই। আপনারা এ বিষয়ে ১৮মে হাইকোর্টের আদেশ নিয়ে আসবেন।
এখন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হবেন খালেদা জিয়া।
অর্থ আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। এ মামলায় অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
Posted ০৭:০৮ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain