
| রবিবার, ০৯ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
ভারত সফরের তৃতীয় দিনে আজ রবিবার সকালে খাজা মঈনুদ্দিন চিশতীর (র.) দরগাহ আজমির শরিফে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তিনি সফরসঙ্গীদের নিয়ে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে জয়পুরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে আজমির শরিফে যাবেন। সেখান থেকে তারা হেলিকপ্টারে আজমির যাবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, আইন মন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দিন এবং মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।
দরগাহ জিয়ারতের পর বিকেলে শেখ হাসিনা দিল্লি ফিরবেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে দেখা করবেন তিনি। সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনের নর্থ ড্রয়িংরুমে হবে ওই বৈঠক। সাক্ষাত শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে ভারতের রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।
এর আগে ২০১০ সালের জানুয়ারিতে ভারত সফরের সময়ও প্রধানমন্ত্রী আজমিরে গিয়েছিলেন। চার দিনের সরকারি সফরে গত শুক্রবার দিল্লি পৌঁছান শেখ হাসিনা। সফর শেষে আগামীকাল সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
Posted ০৬:৩৫ | রবিবার, ০৯ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain