
| শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘২০১৯ সালের ২৯ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যেকোনো দিন আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাধারণ মানুষকে বুঝাতে হবে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন তখনই দেশে উন্নয়ন হয়।
শনিবার সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন অনেক উচ্চতায়। বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই গঙ্গার ন্যায্য পানির হিস্যা পেয়েছি। তার আমলেই পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি করেছি। সীমান্তচুক্তি বাস্তবায়ন করেছি। শেখ হাসিনার আমলেই আমরা ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যার সমাধান করেছি। যেটুকু বাকি আছে সেটুকু এবারের সফরের মধ্য দিয়ে সম্পন্ন করা হবে। ‘
তিনি বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন হয় ভারতপ্রীতি, আর যখন ক্ষমতার বাইরে থাকে তখন ভারতবিরোধী। খালেদা জিয়াও তো দিল্লি গিয়েছিলেন। লালগালিচা সংবর্ধনা পেয়েছিলেন। কিন্ত গঙ্গার পানি নিয়ে কথা বলেননি। এ বিষয়ে সাংবাদিকরা যখন জানতে চেয়েছিলেন তখন খালেদা জিয়া বলেছেন এটা আমি ভুলেই গিয়েছিলাম। সেই নেত্রীর কাছে আমরা কি আশা করতে পারি।
Posted ১১:৪৮ | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain