
| শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : সম্প্রতি জঙ্গিবাদের নামে দেশে নিরীহ মানুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেন, সত্যিকার অর্থে জঙ্গিবাদ নির্মূল করতে হলে এটাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষদের ও রাজনৈতিক দলগুলো নিয়ে জাতীয় ঐক্য গঠন করতে হবে।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে মওদুদ আহমেদ বলেন, প্রতিরক্ষা নিয়ে এমন কিছু করবেন না যাতে দেশের স্বার্থ হানি হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাড. নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন খোকন প্রমুখ।
Posted ০৮:৩৫ | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain