
| শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
দীর্ঘ ৪৩ বছর পর আবারও চালু হলো খুলনা ও কলকাতার মধ্যে মৈত্রী ট্রেন। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে মৈত্রী এক্সপ্রেস-২ নামক ট্রেনটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর ট্রেনটি বেনাপোল বন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এর আগে সকাল ৮টা ১০ মিনিটে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে বেনাপোল বন্দরে রেলমন্ত্রী মুজিবুল হক এবং বাংলাদেশ রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, পেট্রাপোল বন্দরে ইন্ডিয়ান রেলওয়ের কর্মকর্তারা ট্রেনটিকে স্বাগত জানান।
পেট্রাপোল বন্দরে হাজার হাজার উৎসুক জনতা টেনটিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে খুলনা-কলকাতা রুটে ট্রেন সার্ভিস চালু ছিল। ১৯৮৪ সালে নানাবিধ কারণে সেই সার্ভিসটি বন্ধ হয়ে যায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৈত্রী-২ ছাড়াও একটি বাস সার্ভিস, কন্টেইনার ট্রেন সার্ভিস এবং আসামের নুমালিগর তেল শোধনাগার থেকে তেল আমদানি কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।
Posted ০৮:৩২ | শনিবার, ০৮ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain