
| সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
স্পোর্টস ডেস্ক: নতুন চুক্তিতে ক্রিকেটারদের বেতন দ্বিগুণ করেও নিস্তার পাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অজিদের বিপক্ষে সংঘাতময় টেস্ট সিরিজ জয়ের পর নতুন এক সংঘাতের আগুন জ্বলতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটে। সংঘাতের কেন্দ্রে রয়েছে ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের আর্থিক চুক্তিপত্র। সুপ্রিম কোর্ট-নিযুক্ত বোর্ডের পর্যবেক্ষকরা চুক্তির এই অর্থ বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী, ধোনি বা কোহালির মতো ‘এ’ গ্রেড ক্রিকেটারেরা পাচ্ছেন বার্ষিক ২ কোটি টাকা রিটেনার ফি। ‘বি’ গ্রেড পাবে বছরে ১ কোটি। আর ‘সি’ গ্রেড পাবে বছরে ৫০ লক্ষ।
কিন্তু ভারতীয় ক্রিকেটাররা ২ কোটি টাকার প্রস্তাবিত অঙ্ক মেনে নিতে রাজি নন। তারা বলছেন, নতুন চুক্তি তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। ক্রিকেটারেরা প্রস্তাব দিয়েছিলেন, ‘এ’ গ্রেডের জন্য ন্যূনতম টাকার অঙ্ক হোক বছরে ৫ কোটি। বিভিন্ন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই ভারতীয় ক্রিকেটারদের প্রতিনিধি দলের সঙ্গে আবারও বৈঠক হতে পারে বোর্ডের পর্যবেক্ষকদের।
ভারতীয় ক্রিকেটারদের অসন্তোষের মূল কারণ, তারা খোঁজ নিয়ে দেখেছেন, জো রুট বা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার-রা তাদের চেয়ে অনেক বেশি টাকা পান নিজেদের দেশের বোর্ডের থেকে। কেউ কেউ এমন তথ্যও পেয়েছেন যে, সবচেয়ে ধনী বোর্ড হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক দলগুলোর মধ্যে বোর্ডের সঙ্গে চুক্তির টাকার অঙ্কে ভারতীয় ক্রিকেটাররা আছেন ৪ নম্বরে!
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে জো রুটের বা অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে স্মিথ, ওয়ার্নার-দের চুক্তি অনুযায়ী, তারা রিটেনার এবং ম্যাচ ফি মিলিয়ে বছরে প্রায় ১০ কোটি টাকা আয় করতে পারেন। সেখানে ধোনি বা কোহালির মতো মহাতারকা ভারতীয় বোর্ড থেকে বর্ধিত চুক্তিতেও রিটেনার এবং ম্যাচ ফি মিলিয়ে সর্বোচ্চ আয় করতে পারেন বছরে ৪-৫ কোটি টাকা মতো। এতটা বৈষম্য কেন হবে, সেই প্রশ্ন তুলেছেন ক্রিকেটারেরা। তাদের বোনাসের পরিমাণও অন্য দেশের চেয়ে কম বলে শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, আর্থিক চুক্তি নিয়ে ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন কোচ অনিল কুম্বলে এবং অধিনায়ক বিরাট কোহালি। ক্রিকেটাররা বোর্ডকে নতুন প্রস্তাব দিয়েছেন। তারা বলেছেন, দুধরনের ক্রিকেটের জন্য দুটো চুক্তি করা হোক। একটা টেস্টের জন্য, অন্যটা সীমিত ওভারের ক্রিকেটের জন্য। দুটো ফরম্যাটেই ‘এ’ গ্রেডের জন্য দেওয়া হোক ৫ কোটি টাকা করে।
অর্থাৎ, চেতেশ্বর পূজারার মতো কেউ শুধু টেস্ট খেলেন। তিনি ‘এ’ গ্রেডে ৫ কোটি পেলেন। ধোনি শুধু ওয়ান ডে খেলছেন। তিনিও পেলেন ৫ কোটি। আবার কোহালি, অজিঙ্ক রাহানে বা অশ্বিনের মতো যারা দুধরনের ক্রিকেটেই এখন অপরিহার্য, যাদের সারা বছর ধরে অনেক বেশি ধকল নিতে হচ্ছে, তারা দুই ফরম্যাটেই ‘এ’ গ্রেড পেলে মোট আয় করতে পারবেন ১০ কোটি। যা জো রুট বা স্টিভ স্মিথদের কাছাকাছি। তেমনই কেউ টেস্টে ‘এ’ গ্রেড পেয়ে ওয়ান ডেতে ‘বি’ গ্রেড চুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে সব মিলিয়ে তিনি আয় করতে পারবেন ৮ কোটি টাকা মতো। এ থেকে পরিস্কার যে, ২ কোটির এই প্রস্তাব ভারতীয় ক্রিকেটারেরা মেনে নেবেন না। এসব দাবিদাওয়া আদায় করতে ভারতীয় ক্রিকেটারেরা নাকি এখন প্লেয়ার্স অ্যাসোসিয়েশন গঠনের চিন্তাভাবনাও শুরু করেছেন।-আনন্দবাজার
Posted ০৮:১৪ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain