
| রবিবার, ০২ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে ফের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ রোববার স্থানীয় সরকার বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা জানায়।
আরিফুল ও বুলবুল দুজনই বিএনপির নেতা।
আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, একটি মামলায় বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর উচ্চ আদালতের নির্দেশে আরিফুল ও বুলবুল আজ মেয়রের দায়িত্ব নিতে নিজ নিজ নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই তাঁরা ফের সাময়িকভাবে বরখাস্ত হন।
আরিফুল হক চৌধুরীর সাময়িক বরখাস্তের আদেশ
.মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ
Posted ১০:৫০ | রবিবার, ০২ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain