
| শনিবার, ০১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
দলীয় ১৫৫ রানে অষ্টম উইকেটের পতন ঘটল বাংলাদেশের। বেলার সেকুগে প্রসন্নর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা। তার ব্যক্তিগত সংগ্রহ ১৬ রান। এই প্রতিবেদন লেখা পযন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভারে আট উইকেট হারিয়ে ১৫৫ রান।
শ্রীলঙ্কার দেয়া ২৮১ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১১ রানে প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে সাকিব-সৌম্য মিলে শুরুর ধাক্কাটা সামলাচ্ছিলেন। তবে, ৭৭ রানের পার্টনারশীপ গড়ে ফিরে যান সৌম্য। তার ব্যক্তিগত সংগ্রহ ৩৮ রান।
দলীয় ১১১ রানে পঞ্চম উইকেটে পতন হয় বাংলাদেশের। সেকুগে প্রসন্নর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান মোসাদ্দেক হোসেন সৈকত। তার ব্যক্তিগত সংগ্রহ ৯ রান। এরপর দলীয় ১১৮ রানে দিলরুয়ান পেরেরার বলে দানুশকা গুনাথিলাকার হাতে ধরা পড়েন সাকিব আল হাসান। তিনি সংগ্রহ করেন ৫৪ রান।
দলীয় ১২৭ রানে সুরঙ্গা লাকমলের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি সংগ্রহ করেন ৭ রান।
প্রথম তিন ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পা ফেলতে পারেননি-তামিম (৪), সাব্বির (০) এবং মুশফিক (০)।
এর আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কুশাল মেন্ডিসের ব্যাটিং দৃঢ়তা আর থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
সিরিজে ১-০’তে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডে গেছে বৃষ্টির পেটে। ফলে আজ লঙ্কানদের পরাজিত করতে পারলে নতুন ইতিহাস লিখবে বাংলাদেশ। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করবে মাশরাফি বাহিনী।
আগের ছয় ওয়ানডে সিরিজের একটিতে ড্র করে টাইগাররা। ২০১৩ সালের সফরে বৃষ্টিতে ভেসে যায় দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। এরপর ২০০৫/০৬ মৌসুমে বাংলাদেশ সফরে এসে সিরিজ জিতেছিল লঙ্কানরাই। বাকি চার সিরিজ শ্রীলঙ্কা জিতেছে ৩-০ ব্যবধানে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮০/৯ (গুনাথিলাকা ৩৪, থারাঙ্গা ৩৫, মেন্ডিস ৫৪, চান্দিমাল ২১, সিরিবর্ধনা ১২, গুনারত্নে ৩৪, থিসারা ৫২, প্রসন্ন ১, দিলরুয়ান ১৫, কুলাসেকারা ১*, লাকমল ২*; মাশরাফি ৩/৬৫, মুস্তাফিজ ২/৫৫, মিরাজ ১/৪৯, তাসকিন ১/৫০, মাহমুদউল্লাহ ০/৫, সাকিব ০/৪১, মোসাদ্দেক ০/১৩)
Posted ১১:৫২ | শনিবার, ০১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain