
| শনিবার, ০১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পৃষ্ঠপোষকতা না দিলে জঙ্গি আগেই নির্মূল হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতন্ত্রিক দল-জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শনিবার দুপুরে জাসদের জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন ইনু।
ইনু বলেন, ‘জঙ্গিদের মদদ দেয়ায় খালেদা জিয়া এবং তার সঙ্গীদের বিচার ও রাজনীতি থেকে বিদায় নিশ্চিত করতে হবে।’
জাসদ সভাপততি বলেন, ‘রাজনীতিতে একবার মুক্তিযোদ্ধা একবার রাজাকার সমর্থিত সরকার- এই মিউজিক্যাল চেয়ারের খেলা স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এজন্য যথাসময়ে নির্বাচন করতে হবে, জঙ্গিসন্ত্রাস সম্পূর্ণ ধ্বংস করতে হবে। জঙ্গিসঙ্গীর প্রধান পৃষ্ঠপোষক, আগুনসন্ত্রাসী এবং পাকিস্তানের নব্যদালাল খালেদা জিয়া ও বিএনপিকে ক্ষমতা এবং রাজনীতির বাইরে রাখতে হবে।’
তিনি বলেন, ‘রাজাকার-জঙ্গি সঙ্গীদের সঙ্গে রাজনীতি ভাগবাটোয়ারা, আপসতত্ত্ব, মিটমাটতত্ত্ব বন্ধ করতে হবে। রাজাকার আর জঙ্গিবাদিরা বাংলাদেশের ক্ষমতার প্রতিদ্বন্দ্বি নয়- এবারই তা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করতে হবে। মুক্তিযোদ্ধা এবং মক্তিযুদ্ধের পক্ষের শক্তিরাই রাজনীতির মাঠে থাকবে।’
হাসানুল হক ইনু বলেন, ‘চলমান বাংলাদেশে দুর্নীতি-বৈষম্য-দারিদ্র্য সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে রাজনীতি-ধর্ম-গণতন্ত্র-উন্নয়নের জন্য হুমকি ও বিপদ হিসেবে দেখা দিয়েছে জঙ্গিসন্ত্রাস। বর্তমান অবস্থায় জঙ্গিসন্ত্রাস নির্মূল বা দমনে সরকারের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। তাই বাংলাদেশের চলমান পরিস্থিতি যুদ্ধ পরিস্থিতি। সবকিছু জঙ্গি দমনের চশমা দিয়ে দেখতে হবে। এ যুদ্ধের ভেতরেই রাজনীতির দুই অংক রয়েছে। প্রথমটি হচ্ছে- সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন করতে হবে; যুদ্ধাপরাধীদের বিচার-আগুনসন্ত্রাসীদের বিচার করতে হবে। দ্বিতীয় হচ্ছে-সমৃদ্ধি ও উন্নয়নধারা অব্যাহত রাখার পাশাপাশি দারিদ্র্য-বৈষম্য-দলবাজী-দুর্নীতি অবসানে পদক্ষেপ নিতে হবে।’
জাতীয় কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলটির সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, দলটির কার্যকরি সভাপতি রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য ড. আনোয়ার হোসেন, মীর হোসাইন আখতার, ইকবাল হোসেন খান, হাবিবুর রহমান শওকত, নুরুল ইখতার, সহ-সভাপতি আব্দুল হাই তালুকদার, ফজলুর রহমান বাবুল, শাহ জিকরুল আহমেদ, কাজী রিয়াজ, আফরোজা হক রীনা, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, লোকমান আহমেদ, সাখাওয়াত হোসেন রাঙ্গা, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, সাদিক হোসেন প্রমুখ।
Posted ১১:৩৪ | শনিবার, ০১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain