
| শনিবার, ০১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সতর্কবার্তা পেয়েছে আওয়ামী লীগ। বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর এই বার্তা হলো দলের অভ্যন্তরীণ বিভেদ। এই দুর্বলতা মোকাবেলা করেই আগামী নির্বাচনে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের। তিনি বলেন, ‘কুমিল্লায় আমাদের দলে অভ্যন্তরীণ দুর্বলতা ছিল। সেই দুর্বলতা কাজে লাগানোয় বিএনপি প্রার্থী জয়ী হয়েছেন।’
বৃহস্পতিবারের কুমিল্লা সিটি নির্বাচনে ১১ হাজার ৮৫ ভোটে বিএনপির কাছে হেরে যায় আওয়ামী লীগ। এই ফলাফলের পরই স্থানীয় আওয়ামী লীগে পুরনো দ্বন্দ্বের বিষয়টিই উঠে আসে। ক্ষমতাসীন দলের একটি অংশই সীমার বিরোধিতা করেছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন একই কথা।
আওয়ামী লীগ নেতা বলেন, ‘কেবল কুমিল্লা নয়, সম্প্রতি চার উপজেলা পরিষদ নির্বাচনেও আমাদের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ নিয়েছে বিএনপি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সর্তকবার্তা আমরা পেয়েছি। বিএনপি যাতে এই অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগ না নিতে না পারে, সেই ব্যবস্থা নেয়া হবে।’
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘ফলাফল যাই হোক না কেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। এটাই আমাদের মুল টার্গেট ছিল। সরকার সহায়তা দিলে সিইসি শান্তিপূর্ণ নির্বাচন করতে পারে এটা নারায়ণগঞ্জ ও কুমিল্লায় প্রমাণিত হয়েছে।’
এ সময় স্থানীয় সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় বিএনপি মদদ দিচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল সরকারকে হঠাৎ আন্দোলনে ব্যর্থ হয়ে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক হয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জঙ্গিবাদ মোকাবেলায় আমাদের সফলতা আছে। উগ্রবাদীদের মোকাবেলায় আমাদের যে সক্ষমতা আছে এটা এরই মধ্যে প্রমাণিত হয়েছে। উগ্রবাদ জনগণ পছন্দ করে না, তাদের প্রশ্রয় দেয় না।’
১৬৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভুলতা ফ্লাইওভার আগামী জুনে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে বলে জানান সড়ক পরিবহনমন্ত্রী। তিনি বলেন, ‘এই ফ্লাইওভার চালু হলে ঢাকা-সিলেট ও ঢাকা বাইপাস সড়কের যানজট নিরসন হবে।’ এছাড়াও এই মহাসড়কে দুর্ঘটনার জন্য চিহ্নিত ১৪৪টি ‘ব্ল্যাক স্পট’ মেরামতের কাজও এই সময়ের মধ্যে শেষ হবে বলে আশা করেন তিনি।
Posted ১১:২৮ | শনিবার, ০১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain