
| শনিবার, ০১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট
দলীয় ৮৭ রানের মাথায় লঙ্কান দলনেতা উপল থারঙ্গাকে সরাসরি বোল্ড করলেন তাসকিন আহমেদ। ৩৪ রান করে দানুশকা গুনাথিলাকা আর ৩৫ করে ফিরলেন থারঙ্গা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ১২৫ রান।
যাত্রাটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। লঙ্কান দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা এবং উপুল থারাঙ্গা মিলে বাংলাদেশি বোলারদের কচুকাটা করে গড়েন দারুণ এক জুটি। অবশেষে ৭৬ রানের মাথায় উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।
৩৪ রান করা দানুশকাকে বিদায় করেন এই টাইগার তরুণ। এরপর লঙ্কান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন আহমেদ। লঙ্কান দলনেতা উপল থারঙ্গাকে সরাসরি বোল্ড করে উল্লাসে মাতেন তাসকিন।
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা। ম্যাচটি দশটায় শুরু হওয়ার কথা থাকলেও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় সকাল ১০.৩০টায় শুরু হয় ম্যাচটি।
আজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার একাদশে রয়েছে একটি পরিবর্তন। পেসার নুয়ান প্রদিপের বদলে একাদশে জায়গা পেয়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার সিকুগে প্রসন্ন।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ:
দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, মিলিন্দা সিরিবর্দনে, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, নুয়ান কুলাসেকারা ও সিকুগে প্রসন্ন।
Posted ০৬:২৭ | শনিবার, ০১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain