| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নাশকতা ও সন্ত্রাস বিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৭ জামায়াত কর্মীসহ ৪১ জন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা উপজেলা থেকে ৮ জন, হরিনাকুন্ডু উপজেলা থেকে ৪ জন, কালিগঞ্জ উপজেলা থেকে ৩ জন, কোটচাদপুর উপজেলা থেকে ৪ জন, মহেশপুর উপজেলা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ আরও ৩ জনকে গ্রেফতার করে।ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রেফতারকৃত জামায়াত কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। বাকী ৩৪ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারের পর থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
Posted ১১:৪৯ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin