
| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ফলাফল আসতে শুরু করেছে। প্রথম যে পাঁচটি কেন্দ্রের ফলাফল পেয়েছে তাতে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা সামান্য ব্যবধানে এগিয়ে। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিএনপির মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার সকাল আটটায় ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। নানা গোলযোগের কারণে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।
বিকাল চারটায় ভোটগ্রহণ শেষেই শুরু হয় গণনা। আর শহরের টাউনহল মিলনায়তনে ফলাফল ঘোষণার ব্যবস্থা করা হয়েছে। শহরের আশেপাশের কেন্দ্রগুলো থেকে প্রিজাইডিং কর্মকর্তারা কেন্দ্রভিত্তিক ফলাফল নিয়ে আসছেন সেখানে।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল এখনও কোনো ফলাফল ঘোষণা করেননি আনুষ্ঠানিকভাবে। তবে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে কিছু কেন্দ্রভিত্তিক ফলাফল পেয়েছে সাংবাদিকরা।
দুই প্রধান প্রার্থীই এই নির্বাচনে জয়ের আশা করছেন। তবে প্রাথমিক যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে কোনো প্রার্থীর বিজয়ের আভাস দেয়া কঠিন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত যে পাঁচটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে তার মধ্যে নৌকা প্রতীকে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন দুই হাজার ৬৮৫ ভোট। আর ধানের শীষ প্রতীকে বিএনপির মনিরুল হক সাক্কু পেয়েছেন দুই হাজার ৬৭৯ ভোট। অর্থাৎ দুই জনের মধ্যে ব্যবধান সামান্য।
এই কেন্দ্রগুলোর মধ্যে ৯২ নম্বর কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৮১৩ ভোট, আর নৌকা পেয়েছে ৪০৪ ভোট। ৩৯ নম্বর কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৪২৩ ভোট, আর নৌকা পেয়েছে ৭৫৬ ভোট, ১৮ নম্বর কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৩৬ ভোট, আর নৌকা পেয়েছে ৬২৫ ভোট, ৭৮ নম্বর কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫১২ ভোট, আর নৌকা পেয়েছে ৩৯১ ভোট এবং ৩৮ নম্বর কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৩৮৫ ভোট, আর নৌকা পেয়েছে ৫০৯ ভোট।
অর্থাৎ এই পাঁচ কেন্দ্রের মধ্যে সাক্কু দুইটি কেন্দ্রে এবং সীমা তিনটি কে্ন্দ্রে বেশি ভোট পেয়েছেন।
Posted ১২:৩১ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain