
| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নুরুল হুদা বলেন, সকাল থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
তিনি বলেন, দুটি কেন্দ্রের পরিস্থিতি প্রিজাইডিং কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভোট বন্ধ করা হয়েছে।
Posted ১২:০৯ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain