
| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীন ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।
বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লা সরকারি সিটি কলেজ (কমার্স কলেজ নামে পরিচিত) কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
দুপুরে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ১০৩টি কেন্দ্রের মধ্যে কয়েকটির বাইরে ককটেল বিস্ফোরণের পর সেখানে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রে ভোট শান্তিপূর্ণভাবে চলছে। এবার কুমিল্লায় ৭৫ থেকে ৮০ শতাংশ ভোট পড়তে পারে।
কুমিল্লা সিটিতে এবার মোট ভোটার রয়েছেন দুই লাখ ৭ হাজার ৫৬৬ জন। মেয়র পদের জন্য চারজন, ২৭টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১১৪ জন এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪০ জন এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Posted ১১:১৪ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain