
| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনায় এক কেন্দ্রে ভোট স্থগিতের পর আরও এক কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে জাল ভোট দেয়ার অভিযোগে। এটি ২৭ নম্বর ওয়ার্ডের চৌরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র।
বেলা দুইটার দিকে প্রিজাইডিং কর্মকর্তা ওই কেন্দ্রে ভোট স্থগিত করেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ২১ নং ওয়ার্ডের সরকারি সিটি কলেজের পুরুষ কেন্দ্রে ভোট স্থগিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা।
সকাল আটটায় ১০৩টি কেন্দ্রে ভোট শুরুর দেড় ঘণ্টা পর তিনটি কেন্দ্র নিয়ে অভিযোগ করেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে তিনি যেসব কেন্দ্র নিয়ে অভিযোগ করেছেন, এর বাইরে অন্য দুটি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে।
চৌরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দায়িত্ব পালনরত একজন পুলিশ সদস্য জানান, আওয়ামী লীগের কয়েকজন কর্মী কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার চেষ্টা করছিলেন। এ সময় পুলিশ সদস্যরা তাদেরকে বাধা দেয়। আর এতে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে প্রিজাইডিং কর্মকর্তা ভোটগ্রহণ স্থগিত করে।
ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং সিটি কলেজের পুরুষ কেন্দ্র ছাড়াও রাজপারা, নেওরায় ৭৪, ৭৫ কেন্দ্র, সুজানগরে ১৭ নম্বর ওয়ার্ডে মাতৃসদন হাসপাতাল কেন্দ্র এবং ৭ নং ওয়ার্ডের ইসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও দুই পক্ষের উত্তেজনা দেখা গেছে দুপুরের পর থেকে।
এই কয়েকটি কেন্দ্র ছাড়া বাকিগুলোতে তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। তারা জানান, প্রায় সবগুলো কেন্দ্রেই উপচে পড়া ভোটারের উপস্থিতিতে ভোট চলছে।
রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে কিছু ঘটনা ঘটেছে। সেগুলো সমাধানের চেষ্টা চলছে। আর আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি
Posted ০৯:০১ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain