
| বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | প্রিন্ট
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে তিনটি ওয়ার্ডের তিনটি কেন্দ্রের ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু। তার অভিযোগ, এসব কেন্দ্রে তার এজেন্টদেরকে ঢুকতে দিচ্ছে না নৌকা প্রতীকের সমর্থকরা। ভোটারদের গতি ইচ্ছা করে স্লথ করার অভিযোগও করেছেন বিএনপির প্রার্থী
বৃহস্পতিবার সকালে শহরের উত্তর চর্থার নবাব হোসসাম হায়দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটদান শেষে এই অভিযোগ করেন সাক্কু।
বেলা সাড়ে নয়টার দিকে এই কেন্দ্রে ভোট দিতে ঢুকেন সাক্কু। তার কেন্দ্র খুঁজে পেতে তিনি বেশ ঝামেলায় পড়েন। মোট চারটি বুথ ঘুরে ভোট দেন ধানের শীষের প্রার্থী। সকাল পৌনে ১০টার দিকে তিনি ভোট শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
মোট ২৭টি ওয়ার্ডের ১০৩টি কেন্দ্রে সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ৭ নং ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন কেন্দ্র, ২১ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া কেন্দ্র এবং ২৮ নম্বর ওয়ার্ডের ধনবাড়ী কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেয়ার অভিযোগ করেছেন তিনি।
সাক্কু বলেন, ‘এভাবে চলতে থাকলে ভোট করা দুর্বিসহ হয়ে পড়বে।’ তবে যত যাই ঘটুক না কেন, নির্বাচন থেকে সরে দাঁড়ানো হবে না বলেও জানান তিনি। বিএনপির প্রার্থী বলেন, ‘সরে দাঁড়ানোর জন্য তো নির্বাচনে দাঁড়াইনি। ফলাফল দেখবো।’
সাক্কুর অভিযোগ রামকৃষ্ণ মিশন এবং ধনবাড়ী কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে বের করে দেয়া হয়েছে আর জাঙ্গালিয়া কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি।
একটি কেন্দ্রে ভোটারদেরকে মেয়র পদে তারা কোন মার্কায় ভোট দিচ্ছেন তা দেখাতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ করেন সাক্কু। তিনি বলেন, ‘আমার সাথে কথা না বলে আপনারা পর্যবেক্ষণ করুন। আপনারাও তা দেখতে পারবেন।’
এই তিনটি কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্র নিয়ে অভিযোগ আছে কি না-জানতে চাইলে সাক্কুর অভিযোগ করেন ভোট প্রদানের গতি নিয়ে। তিনি বলেন, ‘ভোটারদেরকে স্লো করে ঢুকানো হচ্ছে। এটা ইচ্ছাকৃত।’
এসব অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন কি না-জানতে চাইলে বিএনপির প্রার্থী বলেন, ‘আমি এসব অভিযোগ শোনার পর আমার প্রধান এজেন্টকে জানিয়েছি এবং তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন।
Posted ০৫:৫৭ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain