| মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭ | প্রিন্ট
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতীতে ইভটিজিং এর অভিযোগে লিটন রানা(২১) নামের এক যুবককে ২০দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত সোমবার দিবাগত রাত ১১ঘটিকার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ.জেড.এম. শরীফ হোসেন তার কার্যালয়ে এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত লিটন রানা উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি গ্রামের মৃত আব্দুল মুন্নাফের ছেলে।
জানা যায়, ঘটনার দিন রাত ৯ঘটিকার দিকে ১০মশ্রেনীতে পড়–য়া মেয়েটি ঝিনাইগাতী বাজারের শিমুলতলীর এক কোচিং সেন্টার থেকে ছুটির পর বের হলে লিটন রানা মেয়েটিকে উত্যক্ত করে। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ লিটন রানাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আটককৃত লিটন রানা ও মেয়ের কাছ থেকে বিস্তারিত জবানবন্দি গ্রহণ শেষে দঃবিঃ ৫০৯ধারা মোতাবেক এ রায় প্রদান করেন। এ বিষয়ে ইউএনও এ.জেড.এম. শরীফ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১৭:৩৭ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin