| বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
স্বাধীনদেশ অনলাইন : মৌলভীবাজারের উগ্রবাদী আস্তানা হিসেবে ঘিরে রাখা দুই বাড়ীর দুই কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। তবে ঘিরে রাখা দুই জায়গাতেই থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে।
জেলা প্রশাসক জানান, বড়হাটের বাড়ি ঘিরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা এবং খলিলপুর ইউনিয়ন পরিষদ থেকে আশপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এসব এলাকায় যানবাহন চলাচল করতে পারবে না, জনসাধারণের চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। তবে বড়হাটের ওই এলাকা সংলগ্ন ঢাকা-মৌলভীবাজার মহাসড়কে যান চলাচলে কোনা সমস্যা নেই।
Posted ১৩:০৩ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin