
| বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার ফরিদপুর সফরে গেছেন। নানা কর্মসূচির মধ্যেই সময় বের করেছেন বেয়াই বাড়ির জন্য। দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী তাঁর বেয়াই স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের শহরতলির বাড়ি ‘আফসানা মঞ্জিলে’ যান।
প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পুত্রবধূ। প্রধানমন্ত্রী মধ্যাহ্ন বিরতির সময়টুকু বেয়াই বাড়িতেই অবস্থান করেছেন। দুপুরে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভর্তা, সবজি ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয় প্রধানমন্ত্রীকে।
পরে সেখান থেকেই বিকেল পৌনে তিনটার দিকে তিনি সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভার উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা। সেখানে এক হাজার ৩৫ কোটি টাকা ব্যয়ে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪২৫ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে চারটায় ঢাকার উদ্দেশে ফরিদপুর ছাড়ার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আরেকটি হেলিকপ্টারে করে ফরিদপুরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দিপু মণি ও আবদুর রহমান প্রমুখ।
এদিকে, ফরিদপুরে প্রধানমন্ত্রীর আগমনে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে জনসভাস্থলে আসতে শুরু করেছে বিভিন্ন স্তরের মানুষ। ফরিদপুর ছাড়াও রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুরসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা আসতে শুরু করেছে।
Posted ০৯:২৫ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain