
| বুধবার, ২৯ মার্চ ২০১৭ | প্রিন্ট
নতুন মাইলফলক স্পর্শ করলেন পর্তুগাল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন সি আর সেভেন।
গতরাতে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে গেলেও রেকর্ডে নাম লেখান রোনালদো। এদিন ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। গেলসন মার্টিনসের বাড়ানো বল থেকে গোলের দেখা পান বর্তমান সময়ের সেরা এই খেলোয়াড়।
যে গোলের মাধ্যমে সেরা গোলদাতার তালিকায় নাম ওঠে রোনালদোর। বর্তমানে দেশের জার্সিতে তাঁর গোলসংখ্যা ৭১। দেশের হয়ে ১০৯ গোল করে তালিকায় এক নম্বরে আছেন ইরানের আলী। হাঙ্গেরির কিংবদন্তী তারকা পুসকাস আছেন দ্বিতীয় অবস্থানে। ৭৭ গোল করা পেলে আছেন পাঁচে।
এদিকে শুধু ইউরোপ বিবেচনায় রোনালদোর অবস্থান তিনে। ৮৪ গোল করে ইউরোপে সেরা গোলদাতার আসনে হাঙ্গেরির কিংবদন্তী তারকা পুসকাস। দ্বিতীয় অবস্থানে আছেন হাঙ্গেরির আরেক তারকা ফুটবলার সান্ডোর ককসিস।
Posted ০৫:৩৯ | বুধবার, ২৯ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain