
| শনিবার, ২৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি পাঠানপাড়াস্থ জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে একের পর এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। বিস্ফোরণে কেঁপে ওঠছে গোটা এলাকা। শনিবার বেলা ২টায় প্রথম দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে বেলা ২টা ১৭ মিনিট এবং ২টা ৩১ মিনিটে ফের দুই দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া থেমে থেমে গুলি ও কাঁচ ভাঙার আওয়াজ পাওয়া যাচ্ছে দূর থেকে।
এদিকে, শিববাড়ি এলাকায় ঢল নেমেছে উৎসুক জনতার। সিলেট-ফেঞ্চুগঞ্জ মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা এখন আতিয়া মহলে জঙ্গিদের ফ্ল্যাটে অভিযানে রয়েছেন। অভিযানের নেতৃত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।
Posted ১০:১৫ | শনিবার, ২৫ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain