
| বুধবার, ২২ মার্চ ২০১৭ | প্রিন্ট
চীনের শেনচেন শহরের লুইহো বন্দরে জুতার ভেতর থেকে এক হাজারের বেশি হীরার টুকরোসহ এক তরুণকে আটক করা হয়েছে। প্রতিবেশী শহর হংকং থেকে পাচার করে হীরাগুলো এনেছিল ঐ তরুণ। খবর এনডিটিভির।
বুধবার চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, গোয়াংদং প্রদেশের শেনচেন শহরের শুল্ক কর্মকর্তারা লুইহো বন্দর অতিক্রম করার সময় অভিযুক্ত চোরাকারবারির জুতার সুক্তলার ভেতর থেকে ২১২.৯ ক্যারেট হীরার টুকরোগুলো জব্দ করে। এই বন্দরের মাধ্যমে হংকং-এর সঙ্গে চীনের অভ্যন্তরীণ শহরগুলোর সংযোগ রয়েছে।
ওয়াং নামে এক শুল্ক কর্মকর্তা জানান, অভিযুক্ত চোরকারবারি মাঝে মাঝে পা উঁচিয়ে হাঁটছিল। আমরা যখন ব্যাপারটি লক্ষ্য করলাম তখন তিনি দ্রুত স্বাভাবিক ভঙ্গিতে হাঁটার চেষ্টা করছিলেন। শুল্ক কর্মকর্তারা ঐ তরুণকে তার জুতা খোলার জন্য নির্দেশ দেন। পরে তার জুতার সুক্তলার ভেতর থেকে অনেকগুলো হীরার টুকরো উদ্ধার করা হয়।
লুইহো বন্দরের শুল্ক কর্মকর্তারা জানান, তারা অন্যান্য চোরাকারবারির মৌজা এবং স্ন্যাকসের প্যাকেট থেকে হীরা উদ্ধার করেছেন। দিনকয়েক আগে এক ব্যক্তি ১৬৪ ক্যারেট ওজনের এক হাজার ৫৫৪টি হীরার টুকরো স্ন্যাকসের প্যাকেটে করে পাচারের সময় ধরা পড়েন।
Posted ১১:০২ | বুধবার, ২২ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain