
| মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭ | প্রিন্ট
আজ মঙ্গলবার মাগুরায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মাগুরা শহর সেজেছে বর্ণিল সাজে। ১৯৯৪ সালের মাগুরা-২ আসনের উপ-নির্বাচনে নজিরবিহীন ভোট কারচুপির পরদিন ২১ মার্চ মাগুরা থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। ঐতিহাসিক সেই ২১ মার্চ আবার তিনি মাগুরায় আসছেন।
বিকালে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে শেখ হাসিনা দলীয় জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর আগমনের উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
নেতাকর্মীসহ মাগুরাবাসী মনে করছেন দেশের রাজনীতিতে মাগুরার অবদানের কথা বিবেচনা করে এ সভা থেকে প্রধানমন্ত্রী জেলা শিক্ষা, স্বাস্থ্য খাতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য প্রসারের জন্য গ্যাস, বিদ্যুৎ, রেলযোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ঘোষণা দেবেন।
মাগুরায় আন্তর্জাতিকমানের স্টেডিয়াম, মধুমতি নদীতে শেখ হাসিনা সেতু, পলিটেকনিক ইনস্টিটিউট, ২৫০ শয্যা হাসপাতাল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্স, শালিখা ও শ্রীপুর ফায়ার স্টেশন ও মিনি স্টেডিয়াম, আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভূগর্ভস্থ পানি শোধনাগার, শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার, চার লেনের মহাসড়ক, নবগঙ্গা, ফটকী, চিত্রা নদীতে ব্রিজসহ প্রায় ৩০টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর বলেন, ‘১৯৯৪ সালের ২১ মার্চ বিএনপির ভোট ডাকাতির পর মাননীয় প্রধানমন্ত্রী মাগুরা থেকে গনতন্ত্র, ভাত ও ভেটোর অধিকার আদায়ের ঘোষণা দিয়েছিলেন। মাগুরাকে তিনি নিজের জেলা মনে করেন। মাগুরাবাসীর কী প্রয়োজন তাও তিনি জানেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু মনে করেন, স্মরণকালের বৃহত্তম জনসভা হবে মাগুরায়। শহর জনসমুদ্রে রূপ নেবে। তিনি বলেন, আমরা জাতির জনকের কন্যাকে প্রাণঢালা শুভেচ্ছা দিয়ে বরণ করছে অপেক্ষা করছি।
Posted ০৬:১২ | মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain