| সোমবার, ২০ মার্চ ২০১৭ | প্রিন্ট
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : মুফতি আব্দুল হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা ঘটনায় গ্রেফতার দুইজন স্বীকারোক্তি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ১৯ মার্চ রবিবার গাজীপুর আদালত পুলিশের পরির্দশক রবিউল ইসলাম এ কথা জানান।
গত ৬ মার্চ সোমবার গাজীপুরের টঙ্গীতে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের বহনকারী প্রিজনভ্যানে হামলা হয়। ওইদিন ঘটনাস্থল থেকে মোস্তফা কামাল ও পরদিন নরসিংদী থেকে মিনহাজুল ইসলাম নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
পরির্দশক রবিউল বলেন, তিন ও পাঁচ দিনের রিমান্ড শেষে রবিবার মিনহাজুল ও মোস্তাফাকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালতে হাজির করা হয়। বিকালে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের পর তাদের কারাগারে পাঠানো হয়।
Posted ১২:৩১ | সোমবার, ২০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin