
| সোমবার, ২০ মার্চ ২০১৭ | প্রিন্ট
২০ বছরের পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবারের অভিযানে ২০টি মামলা ও ৪২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং চার চালককে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে দুটি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
সোমবার সকাল থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদারের নেতৃত্বে ২০ বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়। ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, নগরীর সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চলছে। তিনটি পৃথক টিমের মাধ্যমে এতদিন অভিযান চললেও আজ শুধু সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
ডিএসসিসি সূত্র জানায়, নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ২০ বছরের বেশি পুরনো গাড়ির পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং তাদের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হচ্ছে। এছাড়া গাড়ির ফিটনেস, রুট পারমিট, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ঠিক আছে কি না তাও দেখা হচ্ছে।
এর আগে নগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে যৌথভাবে অবৈধ ও পুরনো যানবাহনের বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী অভিযান অব্যাহত রয়েছে।
Posted ১১:৫৯ | সোমবার, ২০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain