| সোমবার, ২০ মার্চ ২০১৭ | প্রিন্ট
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির মিথ্যা অভিযোগ তৈরির নেপথ্যের ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কমিশন গঠনের বিষয়ে কী উদ্যোগ নেয়া হয়েছে, সে বিষয়ে জানাতে নতুন করে সময় দিয়েছে উচ্চ আদালত। ৭ মে এর মধ্যে এ বিষয়ে রাষ্ট্রপক্ষতে হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে হবে। নির্ধারিত সময়ে কমিশন গঠন করতে ব্যর্থ হওয়ার পর রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করার পর নতুন এই নির্দেশ দেয়া হয়।
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দিয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। তিনি জানান, ‘হাইকোর্টের কাছে তারা আট সপ্তাহ সময় দাবি করেছিলেন, তাদের দেয়া হয়েছে ছয় সপ্তাহ।’
পদ্মা সেতু দুর্নীতি নিয়ে মিথ্যা গল্প সৃষ্টিকারী এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ১৫ ফেব্রুয়ারি রুল জারি করে হাইকোর্ট। এতে দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ, আইন, স্বরাষ্ট্র এবং যোগাযোগ সচিব, পুলিশ প্রধান এবং দুদক চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।
এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী এই তদন্ত কমিটি গঠনে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি ৩০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবকে প্রতিবেদন আকারে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।
বাংলাদেশের সবচেয়ে বড় সেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার অভিযোগ নিয়ে ২০১০ সাল থেকে তোলপাড় চলছিল। এই অভিযোগে অর্থায়ন চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। পরে সরে দাঁড়ায় জাইকা, এডিবি, আইডিবি আর সরকার নিজ অর্থায়নে সেতু তৈরির কাজ শুরু করে। এই প্রক্রিয়ায় সেতুর সুফল ভোগ পিছিয়ে যায় পাঁচ বছর। ২০১৩ সালে যে সেতুতে যান চলাচল শুরু হওয়ার কথা ছিল তা এখন নির্ধারিত আছে ২০১৮ সালের ডিসেম্বরে।
শুরু থেকেই সরকার এই সেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টার অভিযোগ প্রত্যাখ্যান করে এর পেছনে চক্রান্তের কথা জানাচ্ছিল। সম্প্রতি কানাডা আদালতে এ বিষয়ে করা একটি মামলার রায় এসেছে যাতে বিচারক এই অভিযোগকে গালগপ্প বলে উড়িয়ে দিয়েছেন।
বিশ্বব্যাংক যে অভিযোগ তুলেছিল, তার সঙ্গে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মুহম্মদ ইউনূসের সম্পৃক্ততার অভিযোগ করছে সরকার। সেই সঙ্গে বাংলাদেশে আরও বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের জড়িত থাকার অভিযোগও করা হচ্ছে। সংসদে এ নিয়ে আলোচনায় ‘চক্রান্তকারী’দেরকে তলব করে ব্যাখ্যাও দাবি করা হয়েছে।
এই প্রেক্ষিতে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে উচ্চ আদালত স্বপ্রণোদিত আদেশ দিয়ে পদ্মাসেতু নিয়ে চক্রান্তকারীদেরকে খুঁজে বের করতে কমিশন গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।
Posted ০৬:৪৭ | সোমবার, ২০ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain