| শনিবার, ১৮ মার্চ ২০১৭ | প্রিন্ট
ছনি চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে ২৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ মালকাছ মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গত শুক্রবার গভীর রাতে উপজেলা নাদামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী দুই জন পালিয়ে যায়। ধৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার কসবা গ্রামের মৃত তছকির উল্লার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইনাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচাজ এস আই ধর্মজিৎ সিনহার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গভীর রাতে ইনাতগঞ্জের বান্দের বাজার সড়কের নাদামপুর এলাকা থেকে মালকাছকে গ্রেফতার করে।
এর আগেই মালকাছের সাথে থাকা অপর দুই মাদক ব্যবসায়ী কসবা গ্রামের আনই উল্লার ছেলে সাহান মিয়া ও জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের আফজল মিয়ার ছেলে রাজিব পালিয়ে যায়। পরে ধৃত মালকাছের স্বীকারোক্তি মোতাবেক তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক নিয়ন্ত্রন আইনে এস আই ধর্মজিৎ সিনহা বাদি হয়ে মামলা দায়ের করেন। গতকাল শনিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই ধর্মজিৎ সিনহা বিষয়টি নিশ্ছিত করেছেন।
Posted ১২:৪০ | শনিবার, ১৮ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin