
| শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
কলম্বো টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলে ৭ বলে ৩ উইকেট হারালেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাকিবের শতক, মুশফিক-মোসাদ্দেকের অর্ধশতকে লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংস শেষে ১২৯ রানে এগিয়ে থেকে লিড নিয়েছে টাইগাররা।
বাংলাদেশের প্রথম ইনিংসে সাত ব্যাটসম্যান কমপক্ষে ৩০ রান করেছেন। বিদেশের মাটিতে কোনো টেস্ট ইনিংসে বাংলাদেশের এমন ঘটনা এটাই প্রথম। দেশে ও বিদেশে মিলিয়ে এমন ঘটনা এ বার নিয়ে পঞ্চমবার।
ওপরের দিকে চার ব্যাটসম্যান তামিম ইকবাল ৪৯, সৌম্যর সরকার ৬১, ইমরুল কায়েস ৩৪ ও সাব্বির রহমান ৪২ রান করেছেন। কাল ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে ডাক মারেন তাইজুল ইসলাম। আজ মুশফিকুর রহিম আউট হয়েছেন ৫২ রান করে। এছাড়াও সাকিব আল হাসান ১১৬ ও মোসাদ্দেক হোসেন করেন ৭৫ রান।
Posted ১১:১৪ | শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain