
| শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে কিন্তু ধর্মান্ধতাকে নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে এ কথা জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ছেলে-মেয়েরা যাতে বিপথে না যায় সেজন্য বিভিন্ন খেলাখুলার আয়োজন করা হচ্ছে। খেলাখুলার উন্নয়নেও নেয়া হচ্ছে বিভন্ন পদক্ষেপ। তারা পড়াশোনা শিখে স্বাক্ষরতার দেয়াল টপকাবে এই আশা আমাদের।
তিনি বলেন, সব শিশুই স্কুলে যাবে। প্রাথমিক পর্যন্ত তাদের শিক্ষার যাবতীয় ভার সরকার নিয়েছে। তাদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যা শিক্ষার্থীদের মায়ের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন সব শিশুরাই স্কুলে পড়ে, টোকাই কিংবা পথশিশু বলে বাংলাদেশে কিছু থাকবে না। সবাই স্কুলে যাবে, মানুষের মতো মানুষ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে।
এসময় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তারা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
Posted ১০:৫৩ | শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain