
| শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আপনারা যারা বলেন আমরা বঙ্গবন্ধুকে দলীয়করণ করেছি, তারা কেন বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বা জন্মবার্ষিকী পালন করেন না?
শুক্রবার গুলিস্তানের ২৫ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে দলীয়করণ করা হয় নাই। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন- এটাই বাস্তবতা। বিএনপি নেতারা বলেন, আমরা বঙ্গবন্ধুকে দলীয়করণ করে ফেলেছি। তাদের কাছে প্রশ্ন- আপনারা বঙ্গবন্ধুর জন্মদিন ও ১৫ আগস্ট শোক দিবস পালন করেন না কেন?
তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। তিনি সকল দলের। সকল মানুষের। তবে অনেকেই বলেন আমরা নাকি বঙ্গবন্ধুকে দলীয়করণ করে ফেলেছি। বিশেষ করে তার জন্ম ও মৃত্যুবার্ষিকীর আগে পরে এসব কথা বলা হয়ে থাকে। আমি বলব আপনারাই বঙ্গবন্ধুকে সার্বজনীন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে হাছান মাহমুদ বলেন, আপনারা বলছেন জঙ্গিবাদ নিয়ে নাকি সরকার রাজনীতি করছে। তদন্ত করলে হয়ত দেখা যাবে সীতাকুণ্ডের ধরাপড়া ও নিহত জঙ্গিদের অর্থায়নে কোন না কোন বিএনপি নেতা যুক্ত রয়েছে।
এসময় তিনি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন একসঙ্গে কাজ করি। সবাই মিলে দেশটাকে গড়ি। রক্তিম রাজনীতির পথ পরিহার করে স্বচ্ছ রাজনীতির চর্চা করি।
পরিবহন শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পদক শাহাদাত হোসেন টয়েল, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।
Posted ১০:০৫ | শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain