
| শুক্রবার, ১৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
উত্তরার আশকোনায় র্যাবের নির্মাণাধীন আবাসিক কার্যালয়ে আত্মঘাতী হামলার জন্য জঙ্গিদেরকে দায়ী করেছে বাহিনীটি। তবে কোন জঙ্গিগোষ্ঠী এই হামলা করেছে-সেটা নিশ্চিত করতে পারেনি তারা।
শুক্রবার র্যাবের অস্থায়ী কার্যালয়ে হামলার ঘণ্টা দুয়েক পর গণমাধ্যমকর্মীদেরকে এ কথা বলেন আইনশৃঙ্খলা বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
দুপুরে ওই হামলার পর পর ঘটনাস্থলে ভিড় করে গণমাধ্যমকর্মীরা। কিন্তু তাদেরকে আনুষ্ঠানিকভাবে র্যাবের পক্ষ থেকে কিছু জানানো হচ্ছিল না। তবে বেলা সোয়া তিনটার দিকে নির্মাণাধীন কার্যালয়টি থেকে বের হয়ে এসে ব্রিফ করেন মুফতি মাহমুদ খান।
র্যাব কর্মকর্তা জানান, হাজীক্যাম্পের পাশে র্যাবের কেন্দ্রীয় কার্যালয়ের কাজ চলছে। আনুমানিক একটার দিকে হাজীক্যাম্পের পাশের বাউন্ডারি আছে। এখান দিয়ে একজন ব্যক্তি ভেতরে ঢুকার চেষ্টা করে। এ সময় তাকে চ্যালেঞ্জ করে দুই জন। এ সময় ওই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে একটি বিস্ফোরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তাকে চ্যালেঞ্জ করেন র্যাবের দুইজন সদস্যও আহত হন।
এই বিস্ফোরণে হামলাকারীর শরীর পুরো ক্ষতবিক্ষত হয়ে গেছে বলেও জানান র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান।
ওই হামলাকারীর সঙ্গে আরও কেউ ছিল কি না, তারা কোথাও বোমা বা বিস্ফোরকজাতীয় দ্রব্য রেখেছে কি না- এ বিষয়ে তল্লাশির জন্য বোমা নিয়িস্ক্রয়কারী দল কাজ করছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা। তিনি বলেন, ‘আমরা আশেপাশের এলাকাগুলো সুইপ করে নিশ্চিত হতে চাই, এখানে কোনো বিস্ফোরক নাই।’
এক প্রশ্নের জবাবে মুফতি মাহমুদ খান বলেন, ‘এটা কোন দলের বা কোন জঙ্গিগেষ্ঠীর সেটা বলা সম্ভব নয়, তবে ধারণা করা হয়েছে এটা কোনো জঙ্গিগোষ্ঠীর কাজ।’
গত কয়েক মাস ধরেই বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার জন্য নাম আসা নব্য জেএমবির সদস্যদের আত্মঘাতী হয়ে উঠার প্রবণতা দেখা গেছে। গত ডিসেম্বরে এই আশকোনাতেই সন্দেহভাজন জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণের ভান করে বের হয়ে এক নারী নিজের গায়ে থাকা বিস্ফোরক ফাটিয়ে আত্মাহুতি দেন। সবশেষ গত বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জঙ্গি আস্তানায় অভিযান চলাকালে ভেতরে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান সন্দেহভাজন নারী জঙ্গি। এই অভিযানে প্রাণ হারায় মোট পাঁচ জন।
আগের দিন ওই আস্তানার পাশের আরেকটি বাড়ি থেকে সন্দেহভাজন দুই নারীকে আটক করে পুলিশ। এদের মধ্যে এক নারীর কোমরে বোমা বাধা ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনিও জঙ্গিদের আত্মঘাতী শাখার সদস্য।
Posted ০৯:৫৫ | শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain